ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) সঙ্গে সৌজন্য সাক্ষাৎসহ মামলাজট ও সুপ্রিম কোর্টের নতুন ভবন নির্মাণ বিষয়ে আলোচনা করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
এস কে সিনহা প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর আইমন্ত্রীর সঙ্গে এটাই তার প্রথম সাক্ষাৎ।
বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাযালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেছেন, আমি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি।
এ সময় বেশ কিছু বিষয় নিয়ে বিচারপতি এস কে সিনহার সঙ্গে তার আলোচনা হয়েছে বলে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান।
তিনি বলেন, সুপ্রিম কোর্টে একটি ভবন নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে বলে প্রধান বিচারপতি আমাকে জানিয়েছেন। আমি তাকে বলেছি, এ বিষয়ে আমার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলাজট কমাতে কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে বিষয়েও দুইজনের মধ্যে আলোচনা হয়েছে।
বিচারপতিদের অভিসংশন ক্ষমতার বিষয়ে যে আইন তৈরির কাজ চলছে, সে বিষয়ে আইনমন্ত্রী বলেন, কিছু দিনের মধ্যে এই আইনের খসড়াটি প্রধান বিচারপতির কাছে তার মতামত গ্রহণের জন্য পাঠানো হবে।
গত ১৭ জানুয়ারি দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি এস কে সিনহা।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘন্টা, জানুয়ারি ২৮, ২০১৫