ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

তজুমদ্দিনের মেঘনায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
তজুমদ্দিনের মেঘনায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ

ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনার বিভিন্ন পয়েন্টে থেকে দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা। জব্দকরা এসব জালের মূল্য অর্ধকোটি টাকা বলে কোস্টগার্ড জানায়।



বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে জব্দকরা এসব জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার কবির আলম বাংলানিউজকে জানান, জাটকা ইলিশা রক্ষায় কোস্টগার্ডের একটি টিম সকালে মেঘনায় অভিযান চালায়। অভিযান দলটি বিকেল ৩টা পর্যন্ত নদীর মির্জাকালু, হাকিমুদ্দি, দিদারউল্ল্যাহ মাঝি, পাতার চর ও চর লাদেন এলাকা থেকে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে।

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। পরে জব্দকরা জালগুলো মৎস্য কর্মকর্তাদেও উপস্থিতিতে মেঘনা ঘাটে আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।

নভেম্বর থেকে জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত নিষিদ্ধ রয়েছে। ইলিশ সংরক্ষণ ও কারেন্টসহ বিভিন্ন নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে কোস্টগার্ডসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।