কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে আপন ভাইয়ের স্ত্রীকে হত্যার দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ের আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ২টার দিকে কিশোরগঞ্জের ২য় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শহীদুল ইসলাম এ রায় দেন।
মামলার বিবরণে রায় জানা যায়, ২০০৯ সালের ২ জুলাই হোসেনপুর উপজেলার সুরাটি (ঠাকুরবাড়ী) গ্রামে ধীরেন্দ্র চক্রবর্তীর ছেলে প্রিয়তোষ চক্রবর্তী পারিবারিক কলহের জের হিসেবে আপন বৌদি জয়ন্তী চক্রবর্তীকে (৪৭) কুপিয়ে হত্যা করে।
জয়ন্তীকে উদ্ধার করতে এসে ভাই সন্তোষ চক্রবর্তী, আশুতোষ চক্রবর্তী ও ভাবী সন্ধ্যা চক্রবর্তীকে কুপিয়ে গুরুতর আহত করে।
এ ব্যাপারে হোসেনপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ প্রিয়তোষ চক্রবর্তীকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে আটক করে।
মামলাটি প্রমাণিত হওয়ায় ৩০২/৩০৭ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনায় ছিলেন এপিপি একেএম আমিনুল হক চুন্নু ও আসামি পক্ষে অ্যাডভোকেট এবিএম লুৎফর রাশিদ রানা।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫