ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বংশালে জুতা কারখানায় আগুনে ২ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বংশালে জুতা কারখানায় আগুনে ২ শ্রমিক দগ্ধ ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বংশালে একটি জুতা তৈরির কারখানায় আগুনে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



বুধবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বংশালের সিদ্দিক বাজারের  ‘মাহী শু’ নামক কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- মো. সাগর (১৮) ও মো. রাজীব (১৬)।

কারখানার মালিক সুমন’র ছোট ভাই কিবরিয়া রোকন জানান, বিকেলে কারখানায় কাজ করছিলেন তারা। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জুতায় ব্যবহৃত কেমিক্যালে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সাগরের বাম হাত ও মুখের কিছু অংশ এবং রাজীবের উরু থেকে দু’পায়ের গোড়ালি পর্যন্ত ঝলসে যায়। এছাড়া তার (রাজীব) বাম হাত ও মুখের কিছু অংশও দগ্ধ হয়।

এ সময় তাদের দ্রুত উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করি।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।