কক্সবাজার: কক্সবাজার শহরে এক নারীসহ চার ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুই ছিনতাইকারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও অপর দুই জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আহাম্মদ আলী।
এক বছরের দণ্ডপ্রাপ্তরা হলেন, শহরের পেষকারপাড়া এলাকার মাস্টার মোহাম্মদ আলীর ছেলে তানভিরুল ইসলাম বক্কর (২৩) ও সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডের দক্ষিণ মুহুরীপাড়া এলাকার মো. ঈসমাঈলের ছেলে সরোয়ার (২৭) এবং ১৫ দিনের সাজাপ্রাপ্তরা হলেন ঢাকার মিরপুর-১১ এলাকার মৃত নরয়ার মাস্টারের মেয়ে বিউটি (২৭) এবং শহরের সমিতিপাড়ার কাশিম আলীর ছেলে নবী হোসেন (১৮)।
ভোর ৬টার দিকে শহরের শৈবাল রোড়ের মোটেল উপলের সামনে এক পর্যটককে নারীর ফাঁদে ফেলে ছিনতাই করার সময় তাদের আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মতিউল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫