ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

পাহাড়ি সংস্কৃতির বিকাশে ভূমিকা পালন করা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
পাহাড়ি সংস্কৃতির বিকাশে ভূমিকা পালন করা হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বান্দরবান: পাহাড়ি সংস্কৃতির বিকাশে সহায়ক ভূমিকা পালন করা হবে বলে মন্তব্য করেছেন জেনারেল অফিসার কমান্ডিং ২৪ পদাতিক ডিভিশনের চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাব্বির আহমেদ।

বুধবার দুপুরে বম সোস্যাল কাউন্সিল বাংলাদেশ  আয়োজিত সম্প্রীতির বম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



রুমা উপজেলা হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত তিনি বলেন, পাহাড়ে শিক্ষার সার্বিক উন্নয়নে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থা, পর্যটনসহ সাম্প্রদায়িক সম্প্রীতির সার্বিক উন্নয়ন কার্যক্রাম তরান্বিত করতেও সেনাবাহিনী সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বম সোস্যাল কাউন্সিল বাংলাদেশের (বিএসসিবি) সভাপতি জুয়েল বমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমদ চৌধুরী, বিজিবির বান্দরবানের সেক্টর কমান্ডার কর্নেল অলিউর রহমান, বান্দরবান সদর জোনের কমান্ডার লে. কর্নেল নাজমুল হক, সেনাবাহিনীল রুমা জোনের কমান্ডার মেজর মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জাফর, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. ছালেহ তস্তরী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কুকি চিন জাতীয় উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নাথান বম প্রমুখ।

সম্মেলনে বম সম্প্রদায়ের নেতারা বলেন, বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বম সম্প্রদায়ের লোকজন অত্যন্ত শান্তিপ্রিয় এবং সংখ্যায় নগণ্য।   রুমা উপজেলায় বম সম্প্রদায়ের বসবাস সবচেয়ে বেশি। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে এ সম্প্রদায়ের মানুষ এখনো উন্নয়নের ছোয়া থেকে বঞ্চিত। শিক্ষার উন্নয়নে রুমা উপজেলার একমাত্র কলেজটিকে আরও আধুনিক ও স্বয়ংসম্পূর্ণ করার দাবিবী জানান তারা।

তাছাড়া সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি রক্ষা এবং সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা কামনা করেন বম সম্প্রদায়ের নেতারা।

এর আগে কুকি চিন জাতীয় উন্নয়ন সংগঠন কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রুমা হাইস্কুল মাঠে এসে শেষ হয়।
এতে বম সম্প্রদায়ের উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, হেডম্যান, কারবারিসহ সহস্রাধিক নারী-পুরষ অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।