নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার পঞ্চবটি এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন কম্পোস্ট প্লান্ট কাজের পরিদর্শন করেছেন পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন টিম।
বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক মিজানুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি দল কম্পোস্ট প্লান্টের নির্মাণ কাজের পরিদর্শন করে দ্রুত শেষ করতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে তাগিদ দেন।
এ সময় তার সাথে ছিলেন প্রকল্পের উপ-পরিচালক আবুল কালাম আজাদ, কনসালটেন্ট অফিসার পার্থ প্রতিম, মনিটরিং অফিসার শামসুল ইসলাম।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড এর অর্থায়নে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন জৈব আবর্জনা ব্যবহার করে সিডিএম প্রকল্পের অধীনে কম্পোস্ট প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৯৮০টাকা এবং চুক্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি ১৮ লাখ ৮৯ হাজার ৩৪৫ টাকা। সেই লক্ষ্যে গত ২০০৯ সালের ৭ ডিসেম্বর প্রকল্পটির প্রস্তাব প্রেরণ করা হয়। প্রায় ৩ বছর পর ২০১২ সালের ৯ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরের সাথে মেমোরান্ডাম অব আনডাস্ট্যাডিং চুক্তি স্বাক্ষর হয়। পরে ২০১২ সালের ১ ডিসেম্বর পরিবেশ অধিদপ্তর কর্তক দরপত্র আহ্বান করা হয় এবং ২০১২ সালের ২০ ডিসেম্বর দরপত্র উন্মুক্ত করা হয়। ২০১৩ সালের ২৮ জানুয়ারি পুনরায় দরপত্র আহ্বান করে ১০ ফেব্রুয়ারি দরপত্র উন্মুক্ত করা হয়। মের্সাস আলম ট্রেডিং করপোরেশন নামের একটি ঠিকাদারি কোম্পানি প্রকল্প বাস্তবায়নের কাজ পান।
পরিবেশ অধিদপ্তরের সাথে ঠিকাদারি কোম্পানির চুক্তি সম্পাদন হয় ২০১৩ সালের ১১ এপ্রিল, অধিদপ্তরের কার্যাদেশ অনুযায়ী কাজ সম্পাদনের শেষ তারিখ ছিল ২০১৩ সালের ৩১ জুলাই। পরে তা বর্ধিত করে ২০১৪ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত করা হলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।
বাংলাদেশ সময় : ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫