ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ঢালচরে স্থাপিত হচ্ছে লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন। উপকূলীয় এলাকায় নৌ দুর্ঘটনা রোধ, জাহাজের অবস্থান নির্ণয়, ঝড়-দুর্যোগ থেকে রক্ষা ও দিক নির্দেশনা দিতে সহযোগীতা করবে স্টেশনটি।
দেশের উপকূলীয় ৭টি জেলার মধ্যে ভোলা জেলাতেও সমুদ্র উপকূলে এ স্টেশন হচ্ছে। এতে দেশি ও বিদেশি জাহাজ চলাচলে সুবিধা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোরিয়ান এক্সিম ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫১ কোটি ৫৭ লাখ টাকা।
অত্যাধুনিক এ স্টেশন তৈরির উদ্দেশে এরইমধ্যে চরফ্যাশনের ঢালচরে স্থান নির্ধারণ করা হয়। ইতিমধ্যেই সাড়ে ৫ এক জমি অধিগ্রহণ করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে টেন্ডার প্রক্রিয়া শেষে জুন মাসে এ কার্যক্রম চলবে। ৩ বছরের মধ্যেই এ কার্যক্রমের মেয়াদকাল ধরা হয়েছে।
এরআগে গত বছরের ১১ মার্চ একনেকের বৈঠকে এটি অনুমোদ হয়েছিলো বলে সূত্র জানায়। এ কাজটির সার্বিক তত্ত্বাবধায়ন করছে সমুদ্র পরিবহন অধিদপ্তর।
এ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ড. নাজমুল হক বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাংলানিউজকে বলেন, সমুদ্রের ২শ কিলোমিটার নটিক্যাল মাইল ক্ষমতা সম্পন্ন লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশনটি জাহাজ ও নৌ যানগুলোকে সহায়তা দিতে পারবে।
তিনি বলেন, অনেক সময়ই দেখা যায় নৌ দুর্ঘটনায়, নৌ-ডাকাতি, দুর্যোগ ও কিংবা ঝড়ের কবলে পড়ে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটলেও তাৎক্ষণিক ওই সব নৌযান-জাহাজকে সহযোগীতা করা অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এ স্টেশন চালুর মাধ্যমে আমরা ২৪ ঘণ্টাই জাহাজ ও নৌ যানগুলোকে সার্বিক সহযোগীতা করতে পারবো। তবে জাহাজগুলোতে অবশ্যই যোগাযোগের মাধ্যম হিসেবে নেটওয়াকিং ইনস্ট্রুমেন্ট থাকতে হবে। তাহলেই ২৪ সি টু ল্যাড কমিউনিকেশন তৈরি হবে।
ঢালচর ইউপি চেয়ারম্যান কালাম পাটোয়ারী বলেন, জমি অধিগ্রহণসহ অন্যান্য কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। স্টেশন হলে দক্ষিণ উপকূলের হাজার হাজার ফিসিং বোর্ড ও জাহাজ নিরাপত্তা সুবিধা পাবে।
এদিকে, লাইট হাউজ অ্যান্ড কোস্টাল রেডিও স্টেশন হলে জেলাসহ জেলার বাইরেও ছোট, বড় ও মাঝারি শিল্প উদ্যোক্তা, নৌ পরিবহন ব্যবসায়ী, জাহাজ মালিক-শ্রমিক বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাবে বলে মনে করছেন ভোলার মানুষ।
একই সঙ্গে জিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আরো এক ধাপ এগিয়ে যাবে দেশ।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫