ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় অস্ত্র ও জাল টাকাসহ চিকিৎসক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
খুলনায় অস্ত্র ও জাল টাকাসহ চিকিৎসক আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় অস্ত্র ও জাল টাকাসহ জাফর ইকবাল (৬০) নামে এক চিকিৎসককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে নগরীর ফেরিঘাট এলাকার পাইলস কেয়ার সেন্টার নামে নিজ চেম্বার থেকে তাকে আটক করা হয়।



এসময় জাফর ইকবালের কাছ থেকে ২টি পাইপগান, এক রাউন্ড গুলি ও ২টি এক হাজার টাকার জালনোট উদ্ধার করে পুলিশ।

আটক জাফর ইকবালের বাড়ি নগরীর দৌলতপুর এলাকায়।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও জাল টাকাসহ জাফর ইকবালকে হাতে নাতে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।