ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আহমদ স্মৃতি সংসদ

স্বেচ্ছায় রক্তদানে তিন ব্যক্তিকে সম্মাননা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
স্বেচ্ছায় রক্তদানে তিন ব্যক্তিকে সম্মাননা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সন্ধানী ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটিতে রেকর্ড সংখ্যকবার স্বেচ্ছায় রক্তদান করায় তিনজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার রাজধানীর ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে সেবামূলক সংগঠন আহমদ স্মৃতি সংসদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ সম্মাননা প্রদান করা হয়েছে।



এছাড়া ৬৯ গণআন্দোলনের শহীদ মতিউর রহমানের পিতা আজাহার আলী মল্লিক ও ময়মনসিংহ মমতাজ হাসপাতালের প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবেদীনকেও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য কামরুল হাসান।

অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ছাড়াও রক্ত ও মরণোত্তর চক্ষুদান বিষয়ে আলোচনা করেন সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ শাখার সভাপতি আবুল বাসার ও সাধারণ সম্পাদক অপূর্ব দাস।

দিনব্যাপী কর্মসূচিতে বাংলাদেশ ইউনিভার্সিটি, আহসানুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা অংশগ্রহণ ও রক্ত প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ ইউনিভার্সিটির কলা ও মানবিক অনুষদের ডীন প্রফেসর মোস্তফা কামাল উদ্দিন, সুরকার ও একুশে পদক প্রাপ্ত মুক্তিযোদ্ধা আহমদ ইমতিয়াজ
বুলবুল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।