ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রংপুরে গ্রেফতার ৪৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
রংপুরে গ্রেফতার ৪৫ প্রতীকী

রংপুর: রংপুরে বিভিন্ন ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপি এবং জামায়াত-শিবিরসহ ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।



তিনি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলার কাউনিয়া, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, মিঠাপুকুর, পীরগাছা, গংগাচড়া ও রংপুর মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫জনকে গ্রেফতার  করা হয়েছে।

এরমধ্যে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীও রয়েছেন। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানে হয়েছে বলে জানান শরিফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫‍

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।