গাজীপুর: ঢাকা থেকে গাড়ি ভাড়া করে চালককে জবাইয়ের চেষ্টার সময় ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের সাবেক আলোচিত এমপি ক্যাপ্টেন (অব.) গিযাস উদ্দিনের পিএস কাজল মিয়াকে(৩৮) আটক করেছে গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশ।
কাজল মিয়ার পিতা নাম হেলিম মিয়া।
বৃহস্পতিবার(২৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে আটক করে শ্রীপুর থানা পুলিশ।
থানা সূত্র জানায়, কাজল মিয়া ঢাকার উত্তরা থেকে একটি প্রাইভেটকার ভাড়া নিয়ে ভালুকা উপজেলার মাস্টারবাড়ি এলাকায় একটি প্রজেক্টে প্রবেশ করেন। সেখানে প্রাইভেটকারের চালককে জবাইয়ের চেষ্টা চালান তিনি। গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশ চালক ও প্রাইভেটকার উদ্ধার ও কাজলকে আটক করে।
২০০৯ সালে অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১১ (গফরগাঁও) আসনে নির্বাচিত এমপি ক্যাপ্টেন গিয়াস উদ্দিনের পিএস ছিলেন কাজল মিয়া।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহসিনুল কাদের সংবাদের সত্যতা নিশ্চিত করে বাংলানউজকে বলেন, কাজল গাড়ি ছিনতাই করে চালককে হত্যার চেষ্টা চালান। গাড়ি ছিনতাই ও ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পুলিশ তাকে আটক করে। এ ব্যাপারে ডাকাতির প্রস্তুতির মামলা হয়েছে।
কাজল মিয়া সাবেক এমপি গিয়াস উদ্দিনের পিএস কি-না প্রশ্নের জবাবে ওসি বলেন, অপরাধী যেই হোক, তাকে আটক করা হবে।
বাংলাদেশ সময়: ০৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫