ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে হত্যা ও সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বরিশালে হত্যা ও সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: মানুষ হত্যা ও সহিংসতা বন্ধ করে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ ও মানবাধিকার রক্ষার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



‘শান্তি চাই-সমৃদ্ধি চাই, মৈত্রির বন্ধনে শান্তিময় অহিংস বিশ্ব চাই‘ স্লোগানে ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ধ্রুবতারা ইয়‍ুথ ডেভেলপমেন্ট  ফাউন্ডেশনের আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন ধ্রুবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বায়ক পলাশ তালুকদার।

এতে বক্তব্য রাখেন- শিক্ষিকা শাওন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, সাংবাদিক ফিরোজ মোস্তফা ও হাতেম আলি কলেজ ডিবেটিং সোসাইটির কাজী জহিরুল ইসলাম শাহিনসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।