ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ৪ আগ্নেয়াস্ত্রসহ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
চকরিয়ায় ৪ আগ্নেয়াস্ত্রসহ নারী আটক

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ রোজিনা আকতার (৩৫) নামে এক গৃহবধ‍ূকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার বেলা ১২টার দিকে চকরিয়া উপজেলার কলাবাগান এলাকায় একটি মিনিবাস তল্লাশিকালে তাকে আটক করা হয়।


 
আটক রোজিনা আকতার মহেশখালীর উপজেলার নতুন বাজার এলাকার মো. আবদুল্লাহর স্ত্রী।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে দেশীয় তৈরি তিনটি এলজি ও একটি টু-টু রাইফেল।

কক্সবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, মহেশখালী থেকে পেকুয়াগামী বাসে তল্লাশি চালানোর সময় তাকে আটক করা হয়।   এ ঘটনায় মামলা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।