সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে মাদক সেবন অপরাধে সেবিন মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাকিল মাহমুদ এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত সেবিন মিয়া উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়ার মৃত মহসিন আলী প্রামাণিকের ছেলে।
সারিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার জানান, সকালে রামনগর (গরু মারা) ব্রিজ সংলগ্ন রাস্তার পাশে বসে গাঁজা সেবনকালে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে এ সাজা হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫