ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে আবাসিক হোটেল থেকে মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫
বরিশালে আবাসিক হোটেল থেকে মৃতদেহ উদ্ধার ছবি: প্রতীকী

বরিশাল: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নিজামুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর আগরপুর রোডের হোটেল মেলোডী থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা।

হোটেল মেলোডীর ম্যানেজার শাহজাহান জানান, ঢাকা থেকে ব্যক্তিগত কাজে বরিশালে এসে গত ১৭ জানুয়ারি হোটেলের ১৭নং কক্ষ বুকিং নেন তিনি।

শুক্রবার সকালে কক্ষ থেকে বের না হলে হোটেলের লোকজন তাকে ডাকতে যান। কিন্তু দরজা ভেতর থেকে আটকানো থাকায় ও কোনো সারাশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার ‍মৃতদেহ উদ্ধার করে।

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। স‍ুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।