বরিশাল: বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে নিজামুল ইসলাম (৫৪) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর আগরপুর রোডের হোটেল মেলোডী থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।
হোটেল মেলোডীর ম্যানেজার শাহজাহান জানান, ঢাকা থেকে ব্যক্তিগত কাজে বরিশালে এসে গত ১৭ জানুয়ারি হোটেলের ১৭নং কক্ষ বুকিং নেন তিনি।
শুক্রবার সকালে কক্ষ থেকে বের না হলে হোটেলের লোকজন তাকে ডাকতে যান। কিন্তু দরজা ভেতর থেকে আটকানো থাকায় ও কোনো সারাশব্দ না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আতাউর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৫