ঢাকা: বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ, প্রবীণ আইজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, গুলি করে পেট্রোলবোমা বন্ধ হবে না। দেখা মাত্র গুলি আরও ভয়াবহ হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে নগরীর প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘লাখো শ্রমিকের বুকফাটা কান্না (Heart rending cry of million workers)’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল-গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
জনগণের নিয়ন্ত্রণে দেশ চলতে হবে উল্লেখ করে ড. কামাল বলেন, পেট্রোলবোমা অবিলম্বে বন্ধ হতে হবে। সামনে এসএসসি পরীক্ষা, তাদের জন্য সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
এসময় গুলি করে শাসন করার নাম গণতন্ত্র নয় বলেও তিনি মন্তব্য করেন তিনি।
ড. কামাল আরও বলেন, এটা আয়ুব খান, ইয়াহিয়া ও এরশাদের দেশ নয়। এটা ১৬ কোটি মানুষের দেশ। আলোচনা করেই সঠিক পথে এগোতো হবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের উদ্দেশ্য করে গণফোরাম সভাপতি বলেন, দেশে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। আপনারা এর মধ্য দিয়েও অনুষ্ঠানে অংশ নিয়েছেন, আসতে পারবেন কি-না সংশয় ছিলো।
শ্রমিকদের ঐকের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেখানে ঐক্য হয়েছে, সেখানে অর্জনও হয়েছে। যেমন আমাদের দেশের স্বাধীনতা। যারা শ্রমিকের ঐক্যের বিরুদ্ধে কাজ করছে, তারা নিজের বিরুদ্ধেও কাজ করছে।
এসময় উপস্থিত ছিলেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ ও সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর ইসমাইল, শ্রমিক নেতা মন্টু ঘোষ, জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক লুৎফুন নাহার লতা ও জাতীয় শ্রমিক ফেডারশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজিব ওয়াদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫