ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

বাণিজ্য মেলা থেকে যুবকের মরদেহ উদ্ধার

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
বাণিজ্য মেলা থেকে যুবকের মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর বাণিজ্য মেলার মাঠ থেকে মাইনুদ্দিন রাসেল (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শেরে বাংলানগর থানার এসআই আহাদ আলী বাংলানিউজকে বলেন, মাইনুদ্দিন বাণিজ্য মেলার ২৩ নম্বর স্টলে কাজ করতেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে কাজ শেষে খাওয়া-দাওয়া করে দোকানের আরো দুই কর্মচারীসহ তারা তিনজন ঘুমিয়ে পড়েন। শনিবার (৩১ জানুয়ারি) সকালে মাইনুদ্দিনের ঘুম থেকে উঠতে দেরি দেখে অন্য দু’জনের সন্দেহ হয়। পরে তারা সেখানকার লোকজনকে খবর দিলে তারা এসে মাইনুদ্দিনকে মৃত দেখতে পান।

মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।