সিলেট: বাংলাদেশ চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী সমিতি, সিলেট জেলা প্রশাসক কার্যালয় শাখার ত্রিবার্ষিক নির্বাচন (২০১৫-২০১৭) সম্পন্ন হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে বেলা ১টার সময় শেষ হয়।
এতে সভাপতি পদে মো. কামাল মিয়া, সাধারণ সম্পাদক পদে জসিম উদ্দিন (শিষন) ও কোষাধ্যক্ষ পদে আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহসভাপতি পদে মো. সুলেমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মনসুর উদ্দিন, দপ্তর সম্পাদক পদে সুজন সরকার, প্রচার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন দিলোয়ার আহমেদ। এছাড়া মহিলা সম্পাদক পদে খোদেজা আক্তার, নির্বাহী সদস্য পদে মো. সাহিদ আহমদ, আব্দুল গণি ও জীবন চন্দ্র মালি নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫