কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে মোটরসাইকেল চাপায় আক্কাছ আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে হোসেনপুর-নান্দাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বাংলানিউজকে জানান, সকালে আক্কাছ আলী ধানের চারা ক্রয় করতে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় হোসেনপুর- নান্দাইল মহাসড়কের আমানসরকার বাজার এলাকায় পেছন থেকে একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫