ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

কুতুবদিয়ায় ট্রলারডুবি, আরো ২ জনের মৃতদেহ হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
কুতুবদিয়ায় ট্রলারডুবি, আরো ২ জনের মৃতদেহ হস্তান্তর

কক্সবাজার: বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি এলাকায় মালয়েশিয়াগামী ট্রলারডুবিতে নিহত ৭ জনের মধ্যে  ৩ দফায় মোট ৫ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে যশোরে শালসা উপজেলার পন্ডিতপুর গ্রামের অভি বিশ্বাসের ছেলে বাবুর মৃতদেহ নেয় তার বড় ভাই ওমর ফারুক এবং নরসংদীর নোয়াকান্দি গ্রামের মতিউর রহমানের ছেলে মো. রাব্বির মৃতদেহ নেয় তার মামা আব্দুল কাইয়ুম।



এর আগে দুপুরে ও সকালে ২ দফায় আরো ৩ জনের মৃতদেহ হস্তান্তর করা হয়।

বর্তমানে স্বজনদের কাছে হস্তান্তরের অপেক্ষায় কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আরো ২ জনের মৃতদেহ রাখা আছে।

তাদের মৃতদেহ নেওয়ার জন্য স্বজনরা আসছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ  বাংলানিউজকে এ তথ্য জানান।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কুতুবদিয়া চ্যানেলের খোদাইবাড়ি পয়েন্টে দেড়শ যাত্রী নিয়ে এফভি ইদ্রিস নামে ওই ট্রলারটি ডুবে যায়। সন্ধ্যা নাগাদ ডুবে যাওয়া ট্রলারসহ ৪২ জনকে উদ্ধার করা হয়।

পরে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারের কেবিন থেকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করে কোস্টগার্ড।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।