গাজীপুর: গাজীপুর মহানগরের রওশন সড়ক এলাকায় জায়েন্ট গ্রুপের উদ্যোগ ও কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে আর্ত মানবতার সেবায় গ্রুপের প্রায় তিনশো কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক রক্তদান করেন।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টায় গাজীপুর মহানগরের রওশন সড়কে অবস্থিত জায়েন্ট গ্রপের প্রতিষ্ঠান সফি প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামক শিল্প প্রতিষ্ঠানে ওই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল উদ্বুদ্ধকরণ ৠালি, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য সেবাদান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জায়েন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হাসান।
রক্তদান কর্মসূচি তত্ত্বাবধান করেন কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর (ভলান্টারি ব্লাড ডোনেট প্রোগ্রাম) ডা. শেখ মো. ফয়সাল।
এসময় উপস্থিত ছিলেন জায়েন্ট গ্রুপের পরিচালক আজফার হাসান, ব্যবস্থাপক (করপোরেট) এন আই চৌধুরী, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) কামাল উদ্দিন খান, সহকারী নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদ আলী, সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম প্রমখ।
বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫