পাবনা: নিখোঁজের ৫ দিন পর দুই শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে আতাইকুলা পুলিশ।
নিহতরা হলো- আতাইকুলা থানার যাত্রাপুর গ্রামের জামিরুল ইসলামের মেয়ে জাকিয়া(৫) ও একই গ্রামের বাচ্চু মিয়ার ছেলে সালাউদ্দিন(৭)।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে লাশ উদ্ধার করা হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফাইজুল ইসলাম বাংলানিউজকে জানান, ৫ দিন আগে জাকিয়া ও সালাউদ্দিন খেলা করতে করতে হারিয়ে যায়। বাড়ির
লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে থানায় একটি জিডি করেন।
এরপর শনিবার বিকেলে যাত্রাপুর দড়িপাড়া শাজাহানের পুকুরে তাদের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে দিনের কোনো এক সময় শিশু দুটি খেলতে খেলেতে পানিতে পড়ে গিয়েছিল। তবে, এ ব্যাপারে শিশু দুটির পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫