ঢাকা: সচিবালয় ও বিদ্যুৎ ভবনে ককটেল বিস্ফেরণের ঘটনা বিদ্যুৎভবন থেকেই ঘটানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার(১ ফেব্রুয়ারি’২০১৫) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একুশে বই মেলা এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তা নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
তিনি বলেন, একদল দুস্কৃতকারী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার মনিরুল ইসলাম।
এরা হলেন- উপ সহকারী প্রকৌশলী আয়ুব আলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের নাজ এন্টারপ্রাইজের নজরুল ইসলাম এবং নিরাপত্তারক্ষী এলাহী বক্স।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, দুটি ককটেলের মধ্যে একটি আংশিক বিস্ফোরিত হয়। সচিবালয়ের ভেতরে বিস্ফোরিত হয়নি।
রোববার সকাল পৌনে ১১টায় বিদ্যুৎ ভবন এবং সচিবালয়ে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পর পুলিশের নিরাপত্তা শাখা সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হয়, বিদ্যুৎ ভবন থেকে নিক্ষেপ করা ককটেলটি ১০ টা ৪৫ মিনিট ৫৪ সেকেন্ডে সচিবালয়ের ভেতরে গণপূর্তের উপ-বিভাগীয় কার্যালয়ের কাছে বিষ্ফোরিত হয়।
একই সময় আরও একটি ককটেল বিদ্যুৎ ভবনে বিস্ফোরিত হয়েছে বলেও জানান দায়িত্বরত পুলিশ সদস্যরা।
তারা বলেন, বিদ্যুৎ ভবনের যে জানালা দিয়ে ককটেল ছোড়া হয়েছে, সেখানেও বিস্ফোরণ ঘটে জানালার কাঁচ ভেঙ্গে গেছে। এ ঘটনার পরপরই সেখানে তল্লাশি চালানো হয়।
সচিবালয়ের ভেতরে গণপূর্তের উপ-বিভাগীয় কার্যালয়ের কাছে ককটেল বিস্ফোরণের জায়গাটি পুলিশ ঘিরে দেয়। সিসি ক্যামেরা দেখার জন্য কারিগরি দক্ষতা সম্পন্ন প্রকৌশলীদের নিয়ে আসা হয়।
সচিবালয়ের সিসি ক্যামেরা স্থাপনকারী বেসরকারি প্রতিষ্ঠান সাইনেস্টের প্রকৌশলী মো. ইমরান হোসেন ভিডিও ফুটেজ দেখে বলেন, বিদ্যুৎ ভবন থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫/আপডেটেড- ১৫১৫ ঘণ্টা