কুমিল্লা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো চারজন।
রোববার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা অটোরিকশার যাত্রী।
আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, দুর্ঘটনার কথা শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানি না।
বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫