ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

হরতাল-অবরোধের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
হরতাল-অবরোধের প্রতিবাদে ভালুকায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: হরতাল-অবরোধে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছে কয়েকটি সাংস্কৃতিক সংগঠন।

রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে ভালুকা-গফরগাঁও সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।



মানববন্ধন শেষে স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, অধ্যক্ষ শামসুর রহমান লিটন প্রমুখ।

বক্তারা বলেন, এসএসসি পরীক্ষার সময়ও খালেদা জিয়া হরতাল ডেকে আগামী প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করছেন। পেট্রোল বোমা নিক্ষেপের মতো অমানবিক কাজ করে তিনি ডাইনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। অবিলম্বে এসব ধ্বংসাত্মক ও নৈরাজ্য বন্ধ না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।