ঢাকা: প্রায় সাড়ে তিনশ’ অকেজো ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা দিয়েই চলছে বাংলাদেশ সচিবালয়েরে নিরাপত্তা ব্যবস্থা। তবে সংশ্লিষ্টরা দাবি করছেন, এখনও সচল রয়েছে এসব ক্যামেরা।
সূত্র জানায়, সচিবালয়ের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্ট ও ভবনে প্রায় সাড়ে তিনশ’ সিসি ক্যামেরা স্থাপন করা বেশ কয়েক বছর আগে।
কিন্তু বর্তমানে এসব ক্যামেরার বেশির ভাগই অকেজো হয়ে পড়েছে। অনেক ক্যামেরাতেই সরাসরি দেখা গেলেও রেকর্ড হয় না।
বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা শাখা জানায়, প্রায় দুই মাস আগে সচিবালয়ের নিরাপত্তা জোরদারে নতুন ৩৩৪টি সিসি ক্যামেরা আনা হয়। কিন্তু বারবার বলা সত্ত্বেও এখনও তা পুনঃস্থাপন করা হচ্ছে না।
যোগাযোগ করা হলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বাংলানিউজকে বলেন, বিষয়টি টেকনিক্যাল। কেনো দেরি হচ্ছে, তা খতিয়ে দেখা হবে।
রোববার (০১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সচিবালয়ে এবং বিদ্যুৎভবনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাটি কে বা কারা ঘটিয়েছে তা উদ্ধারে তৎপর হয়ে উঠে নিরাপত্তায় নিয়োজিত পুলিশও।
দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম নতুন সিসি ক্যামেরা না লাগানোর বিষয়টিও সংশ্লিষ্টদের কাছে জানতে চান।
এ সময় সচিবালয়ের এক কর্মকর্তা ডিএমপির সহকারী কমিশনার মনিরুল ইসলামকে জানান, ক্যামেরাগুলোর বেশির ভাগই অকেজো। সরাসরি দেখা গেলেও রেকর্ড হয় না।
‘এ বিষয়ে একমাস আগেই আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের (এপিবিএন) পক্ষে এসআই ফরহাদুল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন। এরপরও নতুন ক্যামেরাগুলো কেনো লাগানো হচ্ছে না তা জানি না’-- বলেন সচিবালয়ের ওই কর্মকর্তা।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, সচিবালয়ের প্রধান ফটকের কাছে ভেতরের দিকে একনম্বর ভবনের কোণায় মাত্র একটি নতুন ক্যামেরা অনেকটা জোর করেই বসানো হয়েছে। বাকিগুলো এখনও সরানো হয়নি।
নতুন সিসি ক্যামেরা স্থাপনকারী ঠিকাদারী প্রতিষ্ঠান সাইনেস্টের প্রকৌশলী মো. ইমরান হোসেন বাংলানিউজকে বলেন, কেবল স্থাপনের কাজ শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যেই নতুন ক্যামেরা স্থাপন করা সম্ভব হবে।
এছাড়া অনেক পুরাতন ক্যামেরাও এখনও সচল রয়েছে বলে দাবি করেন তিনি।
বাংলাদেশ সময় : ১৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫