ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
অধিবেশন শুরু, চলছে মন্ত্রীদের প্রশ্নোত্তর

ঢাকা: টানা দুদিন সাপ্তাহিক ছুটি শেষে দশম জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হয়েছে। রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।



এর আগে ২৯ জানুয়ারি চলতি অধিবেশনের ৯ম কার্যদিবস শেষে স্পিকার দুদিনের বিরতি দেন অধিবেশনের। শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ থাকায় এই বিরতি দেওয়া হয়।
 
রোববার (০১ ফেব্রুয়ারি) অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এদিন রয়েছে অর্থমন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর। এছাড়া  জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধিতে আলোচনা রয়েছে।
 
এরপরেই রয়েছে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা। এতে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা অংশ নেবেন।
 
১৯ জানুয়ারি বিকেলে দশম জাতীয় সংসদের পঞ্চম এ  অধিবেশন শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংসদের এ অধিবেশন চলবে ৫ মার্চ পর্যন্ত।
 
বিএনপি-জামায়াত জোটের নির্বাচন বর্জনের মধ্য দিয়ে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।