সুনামগঞ্জ: সুনামগঞ্জে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ ও বিএনপি।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে জেলা আওয়ামী লীগের রমিজ বিপণির কার্যালয় থেকে একটি হরতালবিরোধী মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের নেতা অ্যডভোকেট আলী আমজাদ, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন ও আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক রঞ্জিত চৌধুরী রাজন প্রমুখ।
এর আগে হরতালের সমর্থনে বেলা সাড়ে ১১টার দিকে জেলা কলেক্টরেটের প্রধান ফটক এলাকা থেকে জেলা ২০ দলীয় জোট ও জেলা বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলটি স্থানীয় ট্রাফিক পয়েন্টে যেতে চাইলে পুরাতন বাসস্ট্যান্ডে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশের বাধার মুখে সেখানে সমাবেশ করেন তারা।
এতে বক্তব্য রাখেন নাছির উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও সনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট আব্দুল হক, অধ্যক্ষ শেরগুল আহমেদ, আব্দুল মজিদ, মোস্তাক আহমদ, জেলা ছাত্রদল নেতা ফরহাদ শাহ ও মশিহুর রহমান জুনায়েদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫