সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লা উপজেলার শর্মা নদী থেকে জামির হোসেন (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে লাশ উদ্ধার করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনিছুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার শর্মা নদীতে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের ডান পাজরে গুলির চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫