ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে তেল চুরি-মাদক ব্যবসার অভিযোগে ২ জনের কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রূপগঞ্জে তেল চুরি-মাদক ব্যবসার অভিযোগে ২ জনের কারাদণ্ড ছবি: প্রতীকী

রূপগঞ্জ (নারায়নগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেল চুরি ও মাদক ব্যবসার অভিযোগে দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লোকমান হোসেন এ দণ্ডাদেশ দেন।



এরা হলেন, উপজেলার খাদুন এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে আশিকুর রহমান (৩৩) ও চনপাড়া পূণর্বাসন কেন্দ্রের খলিল হাওলাদারের ছেলে রুবেল মিয়া (২৬)।

ইউএনও লোকমান হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে বরপা এলাকায় বিভিন্ন যানবাহন থেকে তেল চুরি করার সময় আশিকুর রহমানকে হাতে-নাতে আটক করা হয়।

অপরদিকে, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র থেকে মাদকসহ রুবেল মিয়াকে আটক করে পুলিশ।

বিকেলে ওই দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ইউএনও।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।