ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে র‌্যাবের পুরস্কার পাচ্ছেন ১০ সহায়তাকারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
রাজশাহীতে র‌্যাবের পুরস্কার পাচ্ছেন ১০ সহায়তাকারী

রাজশাহী: নাশকতাকারীদের সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করায় ১০ জনকে পুরস্কৃত করবে র‌্যাব।

রবিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সন্ত্রাসবিরোধী প্রচারাভিযান শেষে এ পুরস্কার ঘোষণা করে র‌্যাব।



র‌্যাব- ৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
 
নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে র‌্যাব- ৫ এর অধিনায়ক জানান, তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে।

এর আগে নাশকতাকারীদের ধরিয়ে দিতে সাহেববাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনে র‌্যাব ঘোষিত পুরস্কারের স্টিকার লাগিয়ে দেওয়া হয়।

এসময় র‌্যাব- ৫ এর মিডিয়া সেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) ড. মির্জা গোলাম সারোয়ারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।