নারায়ণগঞ্জ: ক্রেতা সেজে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় একটি বাড়ি থেকে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)।
রোববার (০১ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব বিষয়টি জানায়।
তারা সবাই রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার বাসিন্দা। এরমধ্যে মাসুদ রানা আশিক শওকত বাহিনীর সদস্য ও বাকিরা আসলাম বাহিনীর সদস্য বলে র্যাব জানায়।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ক্রেতা সেজে শনিবার দিনগত গভীর রাতে রূপগঞ্জের হাউলিয়া পাড়ার একটি বাড়িতে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
এছাড়া একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, চাপাতি, ৮টি বড় রামদা ও তিনটি মোবাইল ফোন জব্ধ করা হয় বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫