ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

ধুনটে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
ধুনটে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করেছে এসকেএসএস নামে একটি বেসরকারি সংস্থা।

রোববার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সংস্থার কার্যালয়ে কম্বল বিতরণের উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।



এ উপলক্ষে বক্তব্য রাখেন- ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান টিআইএম নূরুন্নবী তারিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হাই খোকন, নাজনীন নাহার, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, আহসান হাবিব, প্রকৌশলী আসিফ ইকবাল সানি, মহসিন আলম, শরিফুল ইসলাম খান, ভিপি সাইফুল ইসলাম, সিমবায়োসিস সংস্থার ধুনট শাখা ব্যবস্থাপক আব্দুর রশিদ, এসকেএসএস সংস্থার নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম খোকন, পরিচালক সোহেল রানা, অফিস ইনচার্জ মাহবুব আলম, অফিস সুপারভাইজার আব্দুল হামিদ, অফিস সহকারী বাবু।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।