ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

পুরান ঢাকায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
পুরান ঢাকায় ৫টি পেট্রোল বোমা উদ্ধার ফাইল ফটো

ঢাকা: পুরান ঢাকার কদমতলীর একটি বাড়ির ছাদের ওপর থেকে পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে কদমতলীর লাল মসজিদ এলাকার ওই বাড়ি থেকে এ পেট্রোল বোমাগুলো উদ্ধার করা হয়।



কদমতলী থানার ডিউটি অফিসার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মিযানুর রহমান বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- লাল মসজিদ এলাকার ওই বাড়িটির ছাদে পেট্রোল বোমা রয়েছে। পরে পুলিশ সেই এলাকায় এম. হাসান রুলিং মিলের কর্মচারীদের থাকার একতলা বাসার টয়লেটের ছাদে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে পরিত্যক্ত অবস্থায় এ পাঁচটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। নাশকতার জন্য বোমাগুলো রাখা হলেও কে বা কারা বোমাগুলো সেখানে রেখেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।