ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

দেশে বর্তমান ভোটার ৯ কোটি ৬২ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৫
দেশে বর্তমান ভোটার ৯ কোটি ৬২ লাখ

ঢাকা: ভোটার তালিকা হালনাগাদের পর দেশে বর্তমান ভোটার সংখ্যা দাড়ালো প্রায় ৯ কোটি ৬২ লাখে।
 
রোববার (০১ জানুয়ারি) নির্বাচন কমিশনের সহকারি পরিচালক (জাতীয় পরিচয়পত্র অণুবিভাগ) মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।


 
এতে বলা হয়েছে, মৃত্যুজনিত কারণে অনেক ভোটারকে আগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া নতুন ভোটাদের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে।

সে হিসেবে বর্তমানে দেশের মোট ভোটার হলো ৯ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ৬৫২ জন। এদের মধ্যে ৪ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ৬৪২ জন পুরুষ ভোটার। আর মহিলা ভোটার ৪ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার ১০ জন । যার অনুপাত হচ্ছে ৫০.৩৭:৪৯.৬৩।

আগে দেশে মোট ভোটার ছিলো ৯ কোটি ১৯ লাখ ৮০ হাজার ৫৩১ জন। এদের মৃত্যুজনিত কারণে ৪ লাখ ৭৭ হাজার ৫২৯ জনের নাম কর্তন করা হয়েছে। আর নতুন ভোটার হয়েছেন ৪৬ লাখ ৯৫ হাজার ৬৫০ জন। নতুনদের মধ্যে পুরুষ ভোটার ২৬ লাখ ২৯ হাজার ৫০৬ জন। আর মহিলা ভোটার ২০ লাখ ৬৬ হাজার ১৪৪জন। এবার নারী ভোটারের সংখ্যা তুলনামূলকভাবে কম হয়েছে।

এদিকে দ্বৈত ভোটার সনাক্ত হয়েছে ১ লাখ ৯ হাজার ৫০০ জন। এছাড়া ৪ লাখ ৮ হাজার ১৮৫ ভোটার এলাকা পরিবর্তন করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।