হিলি (দিনাজপুর): অবৈধভাবে ভারতে বেড়াতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক ৪ বাংলাদেশি নাগরিককে ফেরত দিয়েছে বিএসএফ।
সোমবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বিএসএফের পতাকা বৈঠক শেষে সাড়ে ৬টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে তাদের ফেরত দেওয়া হয়।
সীমান্তের শুন্যরেখায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান এবং বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন হিলি ক্যাম্প কমান্ডার এসআই প্রভাষ সিং।
ফেরত পাঠানো বাংলাদেশিরা হলেন, নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাসিন্দা মাহাতাব হোসেন (২০), জাহিদ হোসেন (২০) ও জুয়েল মিয়া (২০) এবং চট্টগ্রামের বাসিন্দা আইয়ুব হোসেন (১৮)।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল মান্নান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দিয়েছে বিএসএফ। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫