ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনে পেট্রোলবোমায় দগ্ধ একজন ঢামেকে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৫
গাজীপুরে ট্রেনে পেট্রোলবোমায় দগ্ধ একজন ঢামেকে ভর্তি

ঢাকা: গাজীপুরে সোমবার সন্ধ্যায় ট্রেনে পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় দগ্ধ এক ‍ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রাত নয়টার দিকে তাকে বার্ন ইউনিটে আনা হয়।

আবুল হাশেম (৬০) নামের ওই ট্রেন যাত্রীর শরীরের আট শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আবুল হাশেমের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার কাদিরপুর গ্রামে।

ঢামেকে তার সঙ্গে থাকা ওই ট্রেনের যাত্রী সাইদুল ইসলাম বাংলানিউজকে জানান, তিনি ও আবুল হাশেম একই ট্রেনে করে জয়দেবপুর থেকে ময়মনসিংহ যাচ্ছিলেন।

আনুমানিক সাড়ে ৫টার দিকে ট্রেনটি শ্রীপুর এলাকায় পৌঁছালে তাদের ট্রেনের কামরা লক্ষ করে বনের ভেতর থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করে কয়েকজন দুর্বৃত্তরা। এ সময় তিনি ও আবুল হাশেম দু’জনেই ট্রেন থেকে নিচে লাফিয়ে পড়েন।

পরে পথচারীরা উদ্ধার করে তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আবুল হাশেমের অবস্থার অবনতি হলে একটি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢামেকে আনা হয়।

চিকিৎসকরা জানিয়েছেন পেট্রোল বোমার আগুনে আবুল হাশেমের দুই হাত, ঘাড় ও মাথার বিভিন্ন অংশ শরীরের  ৮ শতাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।