কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ইয়াবা ট্যাবলেট নিয়ে বিরোধের জের ধরে বোরহান উদ্দিন (১৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত বোরহান উদ্দিন একই এলাকার জামাল উদ্দিনের ছেলে।
তিনি ও তার বাবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী বলে জানা গেছে।
উখিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জসিম উদ্দিন মজুমদার এ ব্যাপারে বাংলানিউজকে জানান, ইয়াবা নিয়ে বিরোধের জের ধরে বোরহান উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। যদিও নিহত ব্যক্তির পরিবারের দাবি, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
তিনি আরো জানান, গুলি করে যুবক হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫