ভোলা: ভোলার তজুমদ্দিনের মেঘনায় ট্রলার ডুবিতে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর আরো দুই জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে মেঘনার সোনার চর ও ভাসন ভাঙ্গার চর থেকে মৃতদেহ দু’টি উদ্ধার করা হয়।
এরা হলেন-উপজেলার চাঁদপুর ইউনিয়নের দড়িচাঁদপুর গ্রামের জাফরের ছেলে আলাউদ্দিন ও হাজীকান্দি এলাকার শাহে আলম খোকনের ছেলে হাসান।
এ নিয়ে ২৪ ঘণ্টায় তিন জেলের মৃতদেহ উদ্ধার হলো। এখনও নিখোঁজ রয়েছে আরো তিন জেলে।
স্থানীয়রা জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশ, কোস্টগার্ড ও স্থানীয় জেলেরা ১০/১২টি ট্রলার নিয়ে মঙ্গলবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১০টার দিকে মেঘনার সোমার চর থেকে আলাউদ্দিন ও সাড়ে ১১টার দিকে ভাসন ভাঙ্গার চর থেকে হাসানের মৃতদেহ উদ্ধার করে। পরে এসব মৃতদেহ তজুমদ্দিন থানায় রাখা হয়।
উপেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ময়নাতদন্ত না করার জন্য নিহতের পরিবার থেকে আবেদন করা হয়েছে, তাই ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে, মেঘনা পাড়ে এখনও ভীড় করে আছেন নিখোঁজ জেলের পরিবারের সদস্যরা। তারা জীবিত ফিরে আসবেন এমন প্রতীক্ষা তাদের। মেঘনা তীরে এসব জেলে পরিবারের কান্নায় সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।
২৯ জানুয়ারি মেঘনার সোনার চর এলাকায় মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এতে নিখোঁজ হন ভোলার তজুমদ্দিনের ছয় জেলে। এ ঘটনার চারদিন পর একজন ও পঞ্চম দিনে আরো দু’টিসহ মোট তিনটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে শরীফ, সিরাজ ও রজিব নামে আরো তিন জেলে।
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫