ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

নীলফামারী: নীলফামারীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী আবুল কাশেমের মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের বিচারক রেজা আলমগীর হাসান এ আদেশ দেন।



মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কাশেম নীলফামারী শহরের মৃত আলিজান মিয়ার ছেলে।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৮ সেপ্টেম্বর রাতে কাশেম তার স্ত্রী বেগমকে হত্যা করে বাড়ির পাশের বাঁশ বাগানে মাটি চাপা দিয়ে রাখেন। পরে, ২৩ সেপ্টেম্বর নিহতের ভাই ইয়াসিন আলী বাদী হয়ে নীলফামারী থানায় কাশেমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের শিকার বেগম সদর উপজেলার রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামের বাসিন্দা। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দায়ের করলে আদালতে স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারক কাশেমের মৃত্যুদণ্ড প্রদান করেন।
 
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আজিজুল ইসলাম প্রামানিক এবং আসামি পক্ষে নুরুল আহসান হেলাল।

নীলফামারী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত কাশেম পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।