ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
কুষ্টিয়ায় ট্রাকচাপায় নিহত ২, আহত ২

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরের রানাখড়িয়ায় ট্রাকচাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।


নিহতরা হলেন-অটোরিকশা চালক মন্টু(৪০) ও সজিব(২২) নামে এক যাত্রী।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের রানাখড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী জালাল বাংলানিউজকে জানান, বিকেলে পাবনার ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি অটোরিকশা রানাখড়িয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই সজিব নামে এক যুবক মারা যান। এ সময় আহত হন আরও কয়েকজন। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ৭টার দিকে অটোরিকশা চালক মন্টু মারা যান।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।