ঢাকা: রাজধানীর অন্যতম বৃহৎ ও ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলীতে বাসে ককটেল ছোঁড়ার প্রস্তুতিকালে রাব্বি(১৫) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ৯টার দিকে তাকে আটক করা হয়।
গাবতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার সাহা বাংলানিউজকে জানান, গাবতলী বাস টার্মিনালের পূর্বপাশের প্রবেশ পথে রাব্বি নামে এক তরুণ হাতে কিছু একটা বস্তু নিয়ে দাঁড়িয়ে ছিল। পরে দায়িত্বরত পুলিশ তাকে সন্দেহ করে।
এরপরেই তার কাছে গিয়ে দেখা যায় তার হাতে সাদা কসটেপ পেঁছানো একটি ককটেল। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো জানান, আটককৃত রাব্বি স্বীকার করেছে সুযোগ পেলেই বাস বা যেকোনো যানবাহনে সে ককটেলটি ছুঁড়ে মারতো।
আটককৃত রাব্বি মিরপুরের শাহ আলী থানার উত্তর বিশিলে থাকে। তার গ্রামের বাড়ি নওগাঁ জেলায়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
রাব্বির সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে পুলিশের এই অফিসার বলেন, ইতোমধ্যে তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে সেইসব প্রকাশ করা হচ্ছে না।
বাংলাদেশ সময়: ২৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫