ঢাকা: টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গৃহবধৃ রোকেয়া বেগম (২৬) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের অবজারভেশন ওয়ার্ডে কন্যা সন্তানের মা হয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি)রাত ১০টার দিকে ৩০ ভাগ দগ্ধ শরীর নিয়ে তিনি ওই কন্যা সন্তান প্রসব করেন।
বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তার স্বামী মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে বাড়িতে তার স্ত্রী প্রচণ্ড শীতে আগুন পোহাতে গেলে মেক্সিতে আগুন লেগে যায়। এ সময় আগুনে তার পিঠ ঝলসে যায়। প্রথমে তাকে স্থানীয় হাসপাতলে ও পরে তাকে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়।
নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তার স্ত্রী। তাদের বাড়ি নাগরপুরের ডামুরিয়া গ্রামে বলে জানান তিনি।
ঢামেক বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহা বাংলানিউজকে বলেন, নবজাতক শিশুটা ভালো আছে। আমরা শিশু ওয়ার্ডে পাঠিয়েছি। পরে শিশু ওয়ার্ড থেকে আবারও নবজাতকসহ মাকে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫