ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নৈশ কোচে ককটেল বিস্ফোরণে আহত ৪

স্টাফ করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
খুলনায় নৈশ কোচে ককটেল বিস্ফোরণে আহত ৪ ছবি : মানজারুল ইসলাম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসে(নৈশ কোচ) ৩টি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের চালকসহ ৪ জন আহত হয়েছেন।



আহতরা হলেন- বাস চালক আজাহার, সুপারভাইজার রাজু, যাত্রী জিএম ফেরদাউস ও মুজিবর।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে মহানগরীর দৌলতপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে সোহাগ পরিবহনের একটি বাস(নৈশ কোচ) সোনাডাঙ্গা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর দুর্বৃত্তরা বাসে একটি ককটেল নিক্ষেপ করলে মুজিবর নামে এক যাত্রী আহত হন।

এরপর বাসটি রাত সোয়া ১০টার দিকে দৌলতপুর হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা আবার ২টি ককটেল নিক্ষেপ করে। বিকট শব্দে বিস্ফোরিত ককটেলের আঘাতে বাস চালক আজাহার, সুপারভাইজার রাজু এবং যাত্রী জিএম ফেরদাউস আহত হন। তবে, হামলাকারীদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বাংলাদশে সময়: ০০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

** নাটোরে ট্রাকে ককটেল নিক্ষেপ, আহত ৩
** রাজধানীর জয়কালী মন্দিরের সামনে বাসে আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।