ঢাকা: পুরান ঢাকার ওয়ারী থানাধীন জয়কালি মন্দিরের সামনে বোরাক পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোহাম্মদ লিটন।
তিনি বাংলানিউজকে জানান, রাতে জয়কালী মন্দিরের সামনের সড়কে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে বাসটি পুরোপুরি পুড়ে গেছে। বোরাক পরিবহনের বাসের নম্বর ঢাকা মেট্রো ব-১১-৩০১১। এ ঘটনায় হতাহতের কোনো ঘটেনি।
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫