ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়া বাজারে অগ্নিকাণ্ড, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
আগৈলঝাড়া বাজারে অগ্নিকাণ্ড, আহত ৪

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৪ জন আহত হয়েছেন।



এতে প্রায় ৩০/৪০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ওয়াসিম ভূঁইয়া সেলিম।

মঙ্গরবার রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি জানান, রাতে আগুন লাগার পর গৌরনদী,উজিরপুর ও বরিশাল ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, বাজারের পশ্চিমপাশের গলির সাহাদাৎ গার্মেন্ট নামে একটি কাপড়ের দোকান থেকে বিদ্যুতের সর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরো জানান, ফায়ার সার্ভিসের ইউনিট আসার আগেই পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে থানার এসআই রাজুসহ ৪ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।