ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার

আখাউড়া করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
আখাউড়ায় হত্যা মামলার আসামি গ্রেফতার ছবি: প্রতীকী

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্ণেলবাজার এলাকা থেকে শফিক ভূঁইয়া (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

শফিক আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের ষোলঘর গ্রামের মৃত লালু ভূঁইয়ার ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণেলবাজার এলাকা থেকে শফিককে গ্রেফতার করে পুলিশ।

তিনি ষোলঘর গ্রামের শিশু আশরাফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

২০১৪ সালের ৩ মে ষোলঘর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ শিশু আশরাফুলকে হত্যা করা হয়। এঘটনায় তার বাবা হোসেন মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।