আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কর্ণেলবাজার এলাকা থেকে শফিক ভূঁইয়া (৪৫) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণেলবাজার এলাকা থেকে শফিককে গ্রেফতার করে পুলিশ।
তিনি ষোলঘর গ্রামের শিশু আশরাফুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার নামে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
২০১৪ সালের ৩ মে ষোলঘর গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষ শিশু আশরাফুলকে হত্যা করা হয়। এঘটনায় তার বাবা হোসেন মিয়া বাদী হয়ে আখাউড়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫