কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলা জিয়া সাংস্কৃতিক সংস্থার (জিসাস) সভাপতি মো. বোরহান উদ্দিন সরকারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পাকুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোরহান উপজেলার নারান্দী ইউনিয়নের আগরপাট্টা গ্রামের আলতাফ উদ্দিনের ছেলে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী জানান, ২৪ জানুয়ারি রাতে কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চিলাকাড়া এলাকায় একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫