নাটোর: নাটোরের তোকিয়া এলাকায় পণ্যবাহী ট্রাকে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রাকের হেলপারসহ ৩ জন আহত হয়েছেন।
এসময় ঘটনাস্থল থেকে মিজানুর রহমান মিজান ও সানোয়ার হোসেন নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাতে নাটোর-রাজশাহী মহাসড়কের তোকিয়া এলাকা থেকে পিঁয়াজ বোঝাই করে একটি ট্রাক ঢাকার উদ্দেশে রওনা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে দুই দুর্বৃত্ত ট্রাকে ককটেল নিক্ষেপ করে।
এতে ট্রাকের হেলপার জাহাঙ্গীর, শুকুর শেখ ও অজ্ঞাতপরিচয় এক ব্যবসায়ী আহত হন।
আহতদের মধ্যে হেলপার জাহাঙ্গীর ও শুকুর শেখকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে রাজশাহীর পুঠিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০২১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫